আজকাল ওয়েবডেস্ক: ফের নৃশংস গণহত্যার সাক্ষী থাকল আমেরিকা। রেস্তোরাঁর মধ্যে বন্দুকবাজের অতর্কিত হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু কমপক্ষে ২২ জনের। আহত ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা পুলিশের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আমেরিকার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনের স্থানীয় রেস্তোরাঁ বোলিং অ্যালি এবং ওয়ালমার্টে হামলা চালানো হয়। সেমিঅটোমেটিক রাইফেল হাতে বন্দুকবাজকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে। কিন্তু এখনও তাঁর খোঁজ মেলেনি।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই বন্দুকবাজের হামলা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সকলকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। স্থানীয় দোকানপাট, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।